Back to Posts

এবি পার্টির সহকারী সদস্য সচিব হলেন ড. শাহেদুল ইসলাম

প্রেস রিপোর্ট।
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের কৃতি সন্তান ড. ইঞ্জিনিয়ার এম শাহেদুল ইসলাম আমার বাংলাদেশ পাটি (এবি পার্টির) কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে
রাজধানী ঢাকার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে সহকারী সদস্য সচিব হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক সাবেক জনপ্রশাসন সচিব, এ এফ এম সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আন্তর্জাতিক রাজনীতিবিদ মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক প্রফেসর মেজর ড. আবদুল ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আজাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূইয়া, যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক বিএম খালিদ হাসান, সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারস্টার নাসরিন সুলতানা মিলি, রংপুর জেলা আহ্বায়ক আব্দুল বাসেত মারজান, গাজীপুর জেলা আহবায়ক এম আমজাদ খান, শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান, অ্যাডভোকেট সাঈদ নোমান, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আলতাফ হোসেন। চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, যুব নেতা এম ইলিয়াস আলী, নারায়নগঞ্জ জেলা আহ্বায়ক আনোয়ার ফারুক, স্টুডেন্ট উইংস কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক প্রিন্স আল আমিন এবং কেন্দ্রীয়, মহানগর, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Posts