টিভি সিরিয়াল নিয়ে কথা!
আমাদের দেশের জনপ্রিয় সিরিয়াল কিংবা একটি নাটক ইংরেজি ভাষায় ও একটি নাটক আরবী ভাষায় অনুবাদ করে প্রচার করা উচিত যাতে করে আমাদের ফ্যামিলিতে ইংরেজি এবং আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান লাভ করা যায়। যেটা সম্ভব হয়েছে হিন্দি সিরিয়ালের বেলায়, শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও হিন্দি ভাষায় কথা বলতে পারে এবং বুঝে। যদি ইংরেজি এবং আরবি ভাষায় একটি করে সিরিয়াল কিংবা নাটক দেওয়া হয় তাহলে আমাদের পরিবারের সদস্যবৃন্দ ইংরেজি এবং আরবি ভাষায় যথেষ্ট পরিমাণ জ্ঞান লাভ করতে পারবে এবং তারা হায়ার স্টাডিতে কি পড়ছে সেটাও অনুধাবন করতে পারবে, পাশাপাশি কুরআন এবং সুন্নাহ নিয়েও তারা যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবে। যে কোন আলেম কিংবা ইসলামিক স্কলার শরিয়া নিয়ে যেকোন বক্তব্য কিংবা ব্যাখ্যা প্রদান করলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ জনগণ তখন আরবি ভাষার প্রকৃত অর্থ গুলো রিয়েলাইজ করতে সক্ষম হবে। অতএব সকল টিভি চ্যানেল/পরিচালক/প্রযোজক ও সংস্লিষ্ট সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান করছি ইংরেজি এবং আরবি ভাষায় কমপক্ষে একটি জনপ্রিয় সিরিয়ালকে ডাবিং করার এবং সাবটাইটেল দিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি অন্য ভাষাকে প্রমোট করছি না বরং একটি উন্নত রাষ্ট্র গঠন ও আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যপক বিস্তৃত করনে এটি খুবই প্রয়োজন।
Leave a Reply