এবি পার্টি বাহরাইন শাখার সাংবাদিক সম্মেলন
প্রেস রিলিজ: ২৯ অক্টোবর, ২০২১ ইং।
আজ এবি পার্টি বাহরাইন শাখার সাংবাদিক সম্মেলন ও আহবায়ক কমিটির অভিষেক জাঁকজমকভাবে আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, বাহরাইনের রাজধানী মানামা আলোসরা রেস্টুরেন্টের পার্টি হলে। আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দলের নব নির্বাচিত আহ্বায়ক ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলাম কেন্দ্রীয় সদস্য ও আহ্বায়ক বাহরাইন শাখা এবি পার্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজউদ্দীন সিকান্দার, সাবেক দূতাবাস কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি, বাহরাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. জাহাঙ্গীর তরাফদার সভাপতি বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন ল’য়ার কনসালটেন্ট বাহরাইন। এ সময় বক্তারা বর্তমান সময়ের নানাবিধ সংকটের কথা তুলে ধরেন এবং এবি পার্টি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে স্বীকৃতি দেন। জনাব তাজউদ্দীন সিকান্দার তার বক্তব্য বলেন ছোট একটি বীজ থেকেই অনেক বড় একটি গাছের সৃষ্টি হয় আজকে এবি পার্টি বাহরাইন শাখার অভিষেক একটি ছোট গাছের মতই একদিন মহীরুহে পরিনত হয়ে দেশ ও জাতির সেবা করবে। তিনি আরও বলেন বাংলাদেশী সকল প্রবাসীরা যেন বাহরাইন সরকারের সকল বিধি নিষেধ যথাযথভাবে মেনে চলে। পরে তিনি এবি পার্টি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান বক্তা জনাব জাহাঙ্গীর তরাফদার বলেন দেশ এখন অগণতান্ত্রিক সরকারের অধীনে তাই গনতন্ত্র পুনঃ বহালের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। জনাব জসিম উদদীন বলেন এবি পার্টি হলো আমার বাংলাদেশ পার্টি, নামের মধ্যেই আমার বাংলাদেশের চেতনা ও শক্তি জড়িত তাই বাংলাদেশকে বহিঃ বিশ্বে তুলে ধরতে হলে বুকে দেশ প্রেম লালন করতে হবে।এসময় আরো বক্তৃতা করেন দলের সদস্য সচিব ইঞ্জি. আবু মোহাম্মদ হাসেম, মোঃ মহসিন চৌধুরী। যুগ্ম আহ্বায়ক এবি পার্টি বাহরাইন শাখা, কবির হোসেন সহঃ সদস্য সচিব এবি পার্টি বাহরাইন শাখা মোঃ শাহ জালাল সাংগঠিক সম্পাদক এবি পার্টি বাহরাইন শাখা আরো অনেকে। এ সময় কেন্দ্রীয় আহবায়ক জনাব এফএফএম সোলাইমান চৌধুরী সাক্ষারিত অনুমোদিত কমিটির পরিচয় বাহরাইনের আহ্বায়ক ড. শাহেদ একে একে তুলে ধরেন। বাহরাইনে এবি পার্টির আহবায়ক কমিটিঃ মোঃ মহসিন চৌধুরী ও মোঃ খোরশেদ আলম যুগ্ম আহ্বায়ক, ইঞ্জি. আবু মোহাম্মদ হাসেম সদস্য সচিব, আবুল কালাম আজাদ, মোঃ ওবায়দুর রহমান রাশেদ ও এ এইচ সুমন মজুমদার-যুগ্ন সদস্য সচিব। ইঞ্জি. আব্দুল আলীম, কবির হোসেন ও আলমগীর হোসেন – সহঃ সদস্য সচিব। মোঃ শাহ জালাল, পারবেজ ইফতেখার-সাংগঠিক সম্পাদক। মাসুদুর রহমান ও শাহীন আলম – সহঃ সাংগঠিক সম্পাদক। মোঃ আনোয়ার হোসেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ মনির হোসেন- পাটুয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এবং দলের সদস্যঃমোঃ আওলাদ হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ শাওন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ হামজা, মোঃ রুবেল, মোঃ জুয়েল রানা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহিনূরমোঃ মোস্তফা কামাল, মোঃ নীরব, মোঃ জসিম খান, মোঃ সামি আহমেদ মোঃ মুরশেদ। সভাপতির বক্তব্যে ড. শাহেদ বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করাই হচ্ছে আমার বাংলাদেশ পার্টির মূল লক্ষ্য। তিনি আরও বলেন ডার্টি পলিটিক্স থেকে দেশকে রক্ষা করতে হলে সমাজের উচ্চ শিক্ষিতদের একটি অংশ রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিতে হবে। কেননা দেশ পরিচালনা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়াররা করে না, দেশ পরিচালনা করেন পলিটিশিয়ানরা। অতএব জাতি গঠনে উচ্চ শিক্ষিতদের বিকল্প নেই। তিনি বলেন আপনারা আমার বাংলাদেশ পার্টির বিভিন্ন কর্মকাণ্ড কে ফেসবুক, টুইটার ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফলো করতে পারেন এবং আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ সম্পন্ন করে এবি পার্টিতে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
Leave a Reply